1. admin@dainikbangladeshpotro.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে গণধর্ষণের পর হত্যা, দুইজনের ফাঁসির আদেশ গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবীতে বাকেরগঞ্জ বিএনপি’র গনসমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসীদের চুরির আঘাতে সাবেক রেল ইন্জিনিয়ারি আঃ আউয়াল সাহেব কে হত্যা করার চেষ্টা, মির্জাগঞ্জে, উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন। উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরল রোগে আক্রান্ত সন্তানকে নিয়ে পথে পথে ঘুরছেন বাবা বাকেরগঞ্জে পরিমাপে কম দেয়ায় হাওলাদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা! বরিশালে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাকেরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ! বাকেরগঞ্জে সাবেক মেয়র লোকমান ও ৪ কাউন্সিলরসহ দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা!

বাকেরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ!

সুমন ভূঁইয়া, বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯ বার পঠিত

বাকেরগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ!

সুমন ভূঁইয়া,
বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি।

বরিশালের বাকেরগঞ্জে স্বামীর হাতে সাবিনা বেগম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সাবিনা বেগম উপজেলার কলসকাঠী ইউনিয়নের কোচনগর গ্রামের সৈয়দ বাছেদের স্ত্রী।

রবিবার (১০ নভেম্বর) রাত ৯ টার সময় পারিবারিক কলহের জের ধরে বাছেদ তার স্ত্রী সাবিনাকে মারধর করেন।
নিহতের পিতা জামাল হাওলাদার অভিযোগ করেন স্বামীর মার ধরে তার কণ্যা সাবিনার মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন মৃত্যুর সংবাদ থানা পুলিশকে জানালে রাত ৩ টার দিকে পুলিশ সাবিনার লাশ স্বামীর ঘরের মধ্যে থেকে উদ্ধার করে।

নিহত সাবিনার মা জানান, রবিবার রাত ৯ টায় তার মেয়ের সাথে শেষ কথা হয়। তখন মোবাইল ফোনে তার মেয়ে কান্না জড়িত কন্ঠে কথা বলায় ঠিক বোঝা যায়নি। তবে তিনি ফোনে ঘরের মধ্যে চিল্লাচিল্লির অনেক শব্দ শুনতে পান। তারপর সকাল বেলা থানা থেকে তাদেরকে ফোন দেয়। থানায় গিয়ে তারা মেয়ের মরদেহ দেখতে পান।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার এস আই সবিতা জানান, স্থানীয় লোকজন খবর দিলে রাত্র ৩ টার সময় সাবিনার স্বামীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন। তখন বাড়ির লোকজন বলে ঘরের খুটির সাথে শিকলে গলায় ফাঁস দিয়ে দিয়ে সে আত্মহত্যা করছে। তবে মরদেহ শিকলের সাথে ঝুলন্ত পাওয়া যায়নি। নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে।

নিহত সাবিনা বেগম ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের জামাল হাওলাদারের মেয়ে। বিগত ৫ বছর আগে পারিবারিকভাবে সৈয়দ বাসেদের সাথে তার বিবাহ হয়। বিয়ের পর থেকেই বাসেদ শ্বশুরবাড়ি থেকে নগর টাকাসহ একটি অটোরিকশা যৌতুক হিসেবে গ্রহণ করেন। বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তার উপর শারিরীক নির্যাতন করতো বাসেদ।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলেন, নিহত সাবিনার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এখনই নিশ্চিত বলা যাবেনা সাবিনা খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন। সাবিনার পরিবার মামলা দায়ের করলে পুলিশ ব্যবস্থা নিবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলাদেশ পত্র
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park