আলহাজ্ব আছিয়া তালুকদার স্মৃতি ‘এলইডি’ টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্ভোধন।
সোহাগ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর খেলার মাঠে শুক্রবার ০৭ জুলাই বিকেলে উদ্বোধন হয়েছে ‘আলহাজ্ব আছিয়া তালুকদার স্মৃতি ‘এলইডি’ টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’।
মানিকপুর ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে (০৮) আটটি টিম অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে মানিকপুর রাশেদ এন্টারপ্রাইজ একাদশ ২-০ গোলে বাঘাসুরা স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে।
খেলার প্রধান অতিথি ও উদ্বোধক বাংলাদেশ আওয়ামিলীগ বাঘাসুরা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব সাইফ উদ্দিন তালুকদার শামীম বক্তৃতায় বলেন, এলাকায় ফুটবল খেলার মাধ্যমে যুব সমাজের অবক্ষয় রোধ করা সম্ভব।
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখে। খেলাধুলা সমাজের মানুষের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে। খেলাধুলা মন ও শরীরকে ভাল রাখেন বলে ও মন্তব্য করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ বাঘাসুরা ইউনিয়ন শাখার সভাপতি ওবায়দুল আজমী তালুকদার রাহুল। টুর্নামেন্টের বিশেষ স্পন্সর, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাঘাসুরা ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, রাশেদ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মীর মোঃ সুজন মিয়া। মানিকপুর গ্রামের বিশিষ্ট সর্দার মোঃ মলাই মিয়া সহ ফুটবল প্রেমী হাজারো উৎসুক জনতা।