যশোরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
আজ সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপার মহোদয়কে যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এসময় বিভিন্ন উপজেলা হতে আগত নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন এবং জেলা পুলিশকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাষ্ট্র এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। কোন ধরণের সহিংসতা ও সাম্প্রদায়িক বৈষম্যের স্থান এখানে হবেনা।
পরিশেষে তিনি বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে ইতোমধ্যেই জেলা পুলিশের প্রতিটি ইউনিট পুনরায় কার্যক্রম শুরু করেছে এবং নিজেদের এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলকে ভেদাভেদ ভুলে মিলেমিশে বসবাস করতে আহ্বান জানান।
সভা সঞ্চালনা করেন জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) যশোরসহ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।