মঠবাড়িয়া জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম।
নিজস্ব প্রতিবেদকঃ
মঠবাড়িয়া থানাধীন ধানিশাফা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আহতরা হলেন ধানিশাফা গ্রামের মৃত আনোয়ার হোসেন আকনের ছেলে বি এম নাসির উদ্দিন আকন (৫৫) ও তার ছোট ভাই মাসুম আকন (৪৫)।
পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া হাসপাতালে ভর্তি করলে সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা গেছে আহত মাসুম আকন ও তার ভাই নাসির উদ্দিন আকনের সাথে জমি জমা নিয়ে তাদের বাড়ির পার্শ্ববর্তী কবির হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবৎ চলে আসছে।
গতকাল শনিবার সকাল ছয়টায় কবির হাওলাদার তার ভাই আফজাল ও ছেলে শাকিল সহ অজ্ঞত লোকজন মাসুম আকন ও নাসির উদ্দিন আকনের জমির মাটি কেটে বড় একটি গর্ত তৈরি করে।খবর পেয়ে মাসুম আকন ও নাসির উদ্দিন আকন তাতে বাধা দিতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় ও উভয়ের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়।
একপর্যায়ে তারা মঠবাড়িয়া হাসপাতালে চিকিৎসা নিতে যায়।হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে কবির হাওলাদারের ভাড়া করা অজ্ঞাত ৮/১০ জন সন্ত্রাসী বিএম নাসির উদ্দিন আকন ও তার ভাই মাসুম আকনের পথরোধ করে হাতুড়ি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পেটাতে শুরু করে।

পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা চলে আসলে মূমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।বর্তমানে আহত বিএম নাসির উদ্দিন আকন ও তার ভাই মাসুম আকন শেবাচিমে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাঈম ইসলাম
নিউজ এডিটর : ইসরাত জাহান শান্তা।
ঠিকানা : হাসপাতাল রোড
বরিশাল
ই-মেইল : dainikbangladeshpotro@gmail.com
Copyright © 2024 দৈনিক বাংলাদেশ পত্র. All rights reserved.