সিন্ডিকেট ভেঙ্গে দিতেই গণঅধিকার পরিষদের উদ্যোগে ভ্রাম্যমান ন্যায্য মূল্যের বাজার
সুমন ভূঁইয়া,
বরিশাল(বাকেরগঞ্জ) প্রতিনিধি।
মানুষের জীবনযাত্রার খরচ কমাতে ও তাদের পাশে দাঁড়াতে বরিশালের বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ স্বস্তির বাজার চালু করেছে গণঅধিকার পরিষদ। বিশেষ এ বাজারে বিনা লাভে শাক-সবজি পিঁয়াজ রসুন বিক্রি করা হচ্ছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণঅধিকার পরিষদের আয়োজনে এ ভ্রাম্যমাণ বাজার উদ্বোধনী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ সজল মাহমুদ, সাধারণ হাবিবুর রহমান মানিক, উপজেলা যুব অধিকার পরিষদ নেতা সাইদুল ইসলাম, মোঃ গাজী নাসির, ছাত্র অধিকার পরিষদ নেতা মিরাজ খান তুষার, মোঃ তারিকুল ইসলাম প্রমুখ।
হাবিবুর রহমান মানিক বলেন, আমরা উপজেলার বিভিন্ন এলাকায় গাড়িতে করে বাজার নিয়ে, মানুষের চাহিদা অনুযায়ী বিক্রি করছি,জীবনযাত্রার খরচ কমাতে ও কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজির যে দাম পায়, তার চেয়ে কয়েকগুণ লাভ করেন মধ্যস্বত্বভোগীরা। যাদের আমরা ‘সিন্ডিকেট’ নামে চিনি। এই সিন্ডিকেট ভেঙে দিতেই গণঅধিকার পরিষদ এমন উদ্যোগ নিয়েছে ভবিষ্যতে এভাবেই সেন্টিকেট প্রতিরোধ করে জনগণের কাছে আস্থার প্রতিক হিসেবে থাকব।