বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইউনুস খানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত
সুমন ভূঁইয়া,
বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি-
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫ টায় বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কলসকাঠী বিএম একাডেমি প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন হাওলাদারের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক সিকদার,
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা।
স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান আলাল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল সিকদার, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির খান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বরিশাল বিভাগে বিএনপির রাজনীতিতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খান ছিলেন একজন নিবেদিত প্রাণ। বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নেও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন।
বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা জীবন বাজি রেখে আন্দোলন করেছেন, রক্তের বিনিময়ে জীবন দিয়েছেন তাদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই বীরের বেশে দেশে ফিরে আসবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।