বাকেরগঞ্জে চরাদী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক এইচ এম সোহাগ'র বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে মানববন্ধন
রিপোর্ট // আজিজুল হাকিম
বরিশাল ৬ বাকেরগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ও ২ নং চরাদী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক এইচ এম সোহাগ'র বিরুদ্ধে ২০ লক্ষ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ উঠেছে।
আজ ৩ নভেম্বর ২০২৪ বিকাল ৪ ঘটিকায়,
চরাদী ইউনিয়নের গোমা খেয়া ঘাটে মানববন্ধন করা হয়।
গোমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জাহিদ কর্তৃক বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সদস্য ও চরাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ.এম সোহাগ এর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করে।
জাহিদ কে গোমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে অপসারন ও সদস্য পদ বাতিল অবিলম্বে গ্রেফতার এর দাবিতে এই মানববন্ধন করা হয়।
বাকেরগঞ্জ উপজেলার পৌর সাবেক মেয়র ও গোমা বাস মালিক সমিতির সভাপতি লোকমান হোসেন ডাকুয়ার ছএছায়ায় জাহিদ বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
পাহাড় সমান অভিযোগ রয়েছে জাহিদের বিরুদ্ধে গোমা বাস মালিক সমিতির বিভিন্ন কোটা বিক্রি করার উদ্দেশ্য কোটি টাকা নিয়ে উধাও জাহিদ।
গোমা ফেরিঘাট এলাকার বাসিন্দা নজরুল সিকদার কে বাস মালিক সমিতির কোটা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিন মিথ্যা তথ্য দিয়ে ঘুড়াতে থাকে কিন্তু কোটা আর দেয়নি এবং গোমা রোডে একটি বাস কিনে দেওয়ার নামে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের সময়ে ১৯ জুলাই মকিমাবাদ বাজার একটি আন্দোলন করে ছাএরা। সেখানে দুর্ভাগ্য বসত কোনও এক ঝামেলার সৃষ্টি হয় সেখানে তখন উপস্থিত হয় বাকেরগঞ্জ থানা পুলিশ তাদের উপস্থিতি ঝামেলা সমাধান না হলেও এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
পরবর্তীতে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয় সেই মামলায় মকিমাবাদ বাজারের স্থানীয় ছাএ সমাজ ও বহিরাগত বেশ কয়েকজন জনের বিরুদ্ধে মামলা হয়। তখন সেই মামলা থেকে বাচিয়ে দেওয়ার নাম করে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এইচ এম সোহাগের কাছে।
বরিশাল জেলা মিনি বাস মালিক সমিতির গোমা রোডের লাইন সেক্রেটারি মসিউর রহমান বলেন প্রায় ৪০ জনের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কোটার নাম বলে।
বরিশাল জেলা বাস মালিক সমিতির গোমা রোডের সাংগঠনিক সম্পাদক মাহাবুব কালাম আজাদ সিকদার জানান জাহিদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই জাহিদ দীর্ঘ কয়েক বছর যাবত গোমা বাস মালিক সমিতির কোনও হিসেব দেয়নি বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সোহেল সিকদার এর কাছ থেকে জানা যায় তাকে মালিক সমিতির সদস্য পদ দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাকেরগঞ্জ উপজেলার চরাদী উইনিয়নের ২ নং চরাদী ইউনিয়নের আহ্বায়ক এইচ এম ফরিদুল ইসলাম
ও চরাদী ইউনিয়নের নেতা কর্মী ও ছাএদলের নেতা ও কর্মীরা ও এলাকাবাসী।
আওয়ামিলীগ এর একটি কুচক্রী মহল উদ্দেশ্যে প্রনোদিত ভাবে একটি বানোয়াট চাঁদাবাজির অভিযোগ দায়ের করে যা ইতোমধ্যে মিথ্যা প্রমানিত হয়েছে।
উক্ত ঘটনার জড়িত চক্রান্তকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহন কারীরা ও সচেতন মহল।
আজকের মানববন্ধনে বিশেষ বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের আহ্বায়ক এইচ. এম ফরিদুল ইসলাম। তার বক্তব্যে বলেন গোমা রোডে যাতে কখনো বৈষম্য না থাকে এই প্রত্যশা রাখেন এবং কখনো চাঁদাবাজির কেউ সুযোগ না পায়।
অদ্য ২৯/০৯/২০২৪ তারখি বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে জাহিদ। অভিযোগ দায়েরের পরে বাকেরগঞ্জ থানার তদন্ত করে এইচ.এম সোহাগের বিরুদ্ধে কোনও চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়নি বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ও সি
এলাবাসীর বক্তব্যে জানা যায়, এইচ.এম. সোহাগ একজন শান্তশিষ্ট ও ভদ্র মানুষ তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ যারা দিয়েছে তাদের প্রতি আইনানুগ ব্যবস্তা নেওয়া হোক।
দল মত নির্বীশেষে পদ- পদবীর বাহিরেও সোহাগ একজন ভালো মানুষের ভুমিকা রাখেন। কারন তার নামে কোন ও খারাপ বা চাঁদাবাজির অভিযোগ ছিলো না এবং সে এসব করার ব্যক্তি ও না। আমরা তাকে ছোট বেলা থেকেই চিনি। তিনি মানুষের ভালো খারাপ বিপদ- আপদে সব সময় নিজেকে বিলিয়ে দেয়।
এইচ. এম সোহাগের সাথে কথা বলে জানা যায় আমি গোমা বাস মালিক সমিতির সচ্চতা চাওয়াই আমার কাল হয়ে দাড়িয়েছে। আমার বিরুদ্ধে ২০ লক্ষ টাকার চাঁদার অভিযোগ করেছে আমার প্রতি। জাহিদের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছি কিন্তু কি জন্য চাঁদা চেয়েছি সেটার কোনও সত্যতা দেখাতে পারে নি জাহিদ ও তার সহোযোগীরা আমার বিরুদ্ধে যারা এমন মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির অভিযোগ করেছে তাদের দ্রুত বিচার চাই। আরও বলেন আমার ব্যক্তিগত জীবনে এমন চাঁদাবাজির ও সন্ত্রাসীর পক্ষে ছিলাম না ও আগামী দিন গুলোতে ও থাকবো না ইনশাআল্লাহ।
যতদিন বেঁচে আছি আমৃত্যু সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাঈম ইসলাম
নিউজ এডিটর : ইসরাত জাহান শান্তা।
ঠিকানা : হাসপাতাল রোড
বরিশাল
ই-মেইল : dainikbangladeshpotro@gmail.com
Copyright © 2024 দৈনিক বাংলাদেশ পত্র. All rights reserved.