বর্ণাঢ্য আয়োজনে বোয়ালমারীতে বিএনপির বিজয় দিবস উদযাপন
ইকবাল হোসেন লিমন, স্টাফ রিপোটার : বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরের বোয়ালমারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে সোমবার সকালে পৌর সদরের ওয়াপদা মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও শহীদদের গণকবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচী পালন করে দলটি। এসব কর্মসূচিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস ছবুর, বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিক মো. জাকির চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক নিজামুদ্দিন মিয়া মিলু, শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসূল বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা জাসাসের সাবেক সভাপতি মো. শাহিন আনোয়ার, যুবদল নেতা মো. হাসানুজ্জামান মিয়া, মো. আলম শেখ, উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মিয়া আহমেদ সোহেল, চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একলিম শরীফ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান সজিব, যুবদল নেতা দুখু, ছাত্রদলের সাবেক আহবায়ক হোসেন সালেহ্ রুবেল, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া মোল্যা সুমন ছাত্রদল নেতা জুয়েল প্রমুখ।