গরু চোরির অভিযোগ এনে বাড়িতে আগুন ও লুট পাট
মোঃ গোলাম মোস্তফা
নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি
১ অক্টোবর (মঙ্গলবার)২৪ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্ৰামে এই ঘটনা ঘটে।
সরে জমিনে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় গরু চুরির অভিযোগ এনে মো. রসুমুদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে গ্রামের বাসিন্দারা। আগুনে বাড়িতে থাকা ৪০০ মণ ধান সহ১৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে থাকা ৩০টি গরু, বসত ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র লুটপাট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়াও আগুন দেওয়ার আগে বাড়িতে থাকা ওই পরিবারের সদস্যদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে মানিক মিয়ার গোয়াল ঘরের পেছনে একটি গরু পাওয়া যায়। ওই গরুটি চোরাই বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় সংগ্রামখালী বাজারে মাইকিং করে রসুমুদ্দিনের বাড়ি-ঘরে হামলা চালান গ্রামবাসী। এ সময় তাঁরা রসুমুদ্দিনের পরিবারের সদস্যদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে মালামাল লুট করে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এতে রসুমুদ্দিনসহ তাঁর পাঁচ ছেলে মতিবুর রহমান, আতাবুর রহমান, সুমন মিয়া, মানিক মিয়া ও সোহেল মিয়ার বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) আফরোজা নাজনীন, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আফরোজা নাজনীন, চুরি ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নান্দাইল মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।