অভয়নগরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বোমা হামলার পরিকল্পনা
বিষ্ফোরণের অভিযোগে থানায় মামলা
ইমাদুল ইসলাম, যশোর জেলা (প্রতিনিধি)
যশোরের অভয়নগরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে রানাগাতি এলাকায় সংঘবদ্ধ চক্রের বোমা হামলার প্রস্তূতির সময় বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এব্যাপারে অভয়নগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনের নামে একটি মামলা হয়েছে যার নং ০৯ তারিখ ১২/১০/২০২৩ ইং। মামলা সূত্রে জানা গেছে, গত ১২/১০/২০২৩ দিবাগত রাত আনুমানিক ১.১৫ টার সময় অভয়নগর এলাকায় নাশকতা ও সরকারের ভাব মূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উপজেলার রানাগাতি উত্তর পাড়ার মৃত আব্দুর রহমান শেখের পুত্র আব্দুল হাই(৫৫) শেখ’র বাড়িতে সংঘবদ্ধ চক্রের বোমা বানানোর সময় অসাবধানতাবশত বিষ্ফোরণ ঘটে। এতে ঘরের চাল উড়ে যাওয়াসহ আশেপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়াসহ বাসিন্দারা আহত হয়। খবর পেয়ে পুলিশ বোমা বিস্ফোরণে ব্যবহারিত আলামত জব্দ ও একজনকে আটকসহ ১১ জনের নাম উল্লেখসহ ৪০/৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে, অভয়নগর থানার অধীন উত্তর সিদ্দিপাশা পুলিশ ক্যাম্পের আইসি এসআই বিমান তরফদার বাদি হয়ে আন্তর্ঘাত ও ধ্বংসাত্বক কাজের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ বিস্ফোরণ ঘটানোর অপরাধে একটি মামলা দায়ের করেন।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে বোমা বিষ্ফোরণ ঘটনায় মামলা হয়েছে, এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।